NAMAZER BANGLA NIYOT, পাঁচ ওয়াক্ত নামাজের বাংলা নিয়ত এবং কোন ওয়াক্তে কত রাকাত নামাজ আদায় করতে হয়

 

পাঁচ ওয়াক্ত নামাজরে বাংলা নয়িত

পাঁচ ওয়াক্ত নামাজরে বাংলা নয়িত এবং কোন ওয়াক্তে কত রাকাত নামাজ আদায় করতে হয়।

ফজররে নামাজ মোট ৪-রাকাত। ২-রাকাত সুন্নাত ও ২-রাকাত ফরয।


ফজররে ২-রাকাত সুন্নাত নামাজ আগে আদায় করতে হয় এবং পড়ে ২-রাকাত ফরয নামাজ আদায় করতে হয়।


ফজররে ২-রাকাত সুন্নাত নামাজরে বাংলা নযি়তঃ


আমি কবিলামুখী হয়ে আল্লাহর উদ্দশ্যেে ফজররে  ‍২-রাকাত সুন্নাত নামাজ আদায় করবার নযি়ত করলাম আল্লাহু আকবার


ফজররে ২-রাকাত ফরয নামাজরে বাংলা নযি়তঃ


আমি কবিলামুখী হয়ে আল্লাহর উদ্দশ্যেে ফজররে  ‍২-রাকাত ফরয নামাজ আদায় করবার নযি়ত করলাম আল্লাহু আকবার


যোহররে নামাজ মোট ১২-রাকাত। ৪-রাকাত সুন্নাত, ৪-রাকাত ফরয, ২-রাকাত সুন্নাত ও ২-রাকাত নফল।


যোহররে ৪-রাকাত সুন্নাত নামাজ আগে আদায় করতে হয়। তার পড় ৪-রাকাত ফরয নামাজ আদায় করতে হয়। তার পড় ২-রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয় এবং শষেে ২-রাকাত নফল নামাজ আদায় করতে হয়।


যোহররে ৪-রাকাত সুন্নাত নামাজরে বাংলা নযি়তঃ


আমি কবিলামুখী হয়ে আল্লাহর উদ্দশ্যেে যােহররে ‍৪-রাকাত সুন্নাত নামাজ আদায় করবার নযি়ত করলাম আল্লাহু আকবার


যোহররে ৪-রাকাত ফরয নামাজরে বাংলা নযি়তঃ


আমি কবিলামুখী হয়ে আল্লাহর উদ্দশ্যেে যােহররে ‍৪-রাকাত ফরয নামাজ আদায় করবার নযি়ত করলাম আল্লাহু আকবার


যোহররে ২-রাকাত সুন্নাত নামাজরে বাংলা নযি়তঃ


আমি কবিলামুখী হয়ে আল্লাহর উদ্দশ্যেে যােহররে ‍২-রাকাত সুন্নাত নামাজ আদায় করবার নযি়ত করলাম আল্লাহু আকবার


২-রাকাত নফল নামাজরে বাংলা নযি়তঃ


আমি কবিলামুখী হয়ে আল্লাহর উদ্দশ্যেে ‍২-রাকাত নফল নামাজ আদায় করবার নযি়ত করলাম আল্লাহু আকবার


আসররে নামাজ মোট ৮-রাকাত। ৪-রাকাত সুন্নাত ও ৪-রাকাত ফরয।


আসররে ৪-রাকাত সুন্নাত নামাজ আগে আদায় করতে হয় এবং পড়ে ৪-রাকাত ফরয নামাজ আদায় করতে হয়।


আসররে ৪-রাকাত সুন্নাত নামাজরে বাংলা নযি়তঃ


আমি কবিলামুখী হয়ে আল্লাহর উদ্দশ্যেে আসররে  ‍৪-রাকাত সুন্নাত নামাজ আদায় করবার নযি়ত করলাম আল্লাহু আকবার


আসররে ৪-রাকাত ফরয নামাজরে বাংলা নযি়তঃ


আমি কবিলামুখী হয়ে আল্লাহর উদ্দশ্যেে আসররে  ‍৪-রাকাত ফরয নামাজ আদায় করবার নযি়ত করলাম আল্লাহু আকবার।


 


মাগরবিরে নামাজ মোট ৭-রাকাত। ৩-রাকাত ফরয, ২-রাকাত সুন্নাত ও ২-রাকাত নফল।


মাগরবিরে ৩-রাকাত ফরয নামাজ আগে আদায় করতে হয়। তার পড়ে ২-রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয় এবং শষেে ২-রাকাত নফল নামাজ আদায় করতে হয়।


মাগরবিরে ৩-রাকাত ফরয নামাজরে বাংলা নযি়তঃ


আমি কবিলামুখী হয়ে আল্লাহর উদ্দশ্যেে মাগরবিরে ৩-রাকাত ফরয নামাজ আদায় করবার নযি়ত করলাম আল্লাহু আকবার।


মাগরবিরে ২-রাকাত সুন্নাত নামাজরে বাংলা নযি়তঃ


আমি কবিলামুখী হয়ে আল্লাহর উদ্দশ্যেে মাগরবিরে ২-রাকাত সুন্নাত নামাজ আদায় করবার নযি়ত করলাম আল্লাহু আকবার।


২-রাকাত নফল নামাজরে বাংলা নযি়তঃ


আমি কবিলামুখী হয়ে আল্লাহর উদ্দশ্যেে ‍২-রাকাত নফল নামাজ আদায় করবার নযি়ত করলাম আল্লাহু আকবার


এশার নামাজ মোট ১৩-রাকাত। ৪-রাকাত সুন্নাত, ৪-রাকাত ফরয, ২-রাকাত সুন্নাত ও ৩-রাকাত বতের।


এশার ৪-রাকাত সুন্নাত নামাজ আগে আদায় করতে হয়। তার পড়ে ৪-রাকাত ফরয নামাজ আদায় করতে হয়। তার পড় ২-রাকাত সুন্নাত নামাজ আদায় করতে হয়। এবং শষেে ৩-রাকাত বতের নামাজ আদায় করতে হয়।


এশার ৪-রাকাত সুন্নাত নামাজরে বাংলা নযি়তঃ


আমি কবিলামুখী হয়ে আল্লাহর উদ্দশ্যেে এশার ৪-রাকাত সুন্নাত নামাজ আদায় করবার নযি়ত করলাম আল্লাহু আকবার।


এশার ৪-রাকাত ফরয নামাজরে বাংলা নযি়তঃ


আমি কবিলামুখী হয়ে আল্লাহর উদ্দশ্যেে এশার ৪-রাকাত ফরয নামাজ আদায় করবার নযি়ত করলাম আল্লাহু আকবার।


এশার ২-রাকাত সুন্নাত নামাজরে বাংলা নযি়তঃ


আমি কবিলামুখী হয়ে আল্লাহর উদ্দশ্যেে এশার ২-রাকাত সুন্নাত নামাজ আদায় করবার নযি়ত করলাম আল্লাহু আকবার


৩-রাকাত বতের নামাজরে বাংলা নযি়তঃ


আমি কবিলামুখী হয়ে আল্লাহর উদ্দশ্যেে বতের এর ৩-রাকাত ওয়াজবি নামাজ আদায় করবার নযি়ত করলাম আল্লাহু আকবার


 ব:িদ্র: কোন ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টতিে দখেবনে। এবং ভুল গুলো ধরয়িে দবিনে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

post

post ads 2

যোগাযোগ ফর্ম