রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয় এর কিছু তথ্য

 রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়

রূপসা, শিবালয়, মানিকগঞ্জ।

Rupsha Wahed Ali High School

প্রতিষ্ঠানের তথ্যঃ

মানিকগঞ্জ জেলাধীন শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নে রূপসা ওয়াহেদ আলী উচ্চ বিদ্যালয়টি অবস্থিত। বিদ্যালয়টি রূপসা গ্রামের স্বল্প শিক্ষিত কৃষক জনাব মোঃ ওয়াহেদ আলী সাহেব ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করেন। তিনি এই অনগ্রসর গ্রামবাসী গরীব মানুষের সন্তানদের শিক্ষার ব্যাপারে বিশেষ করে মেয়েদের শিক্ষার সুযোগ করে দেওয়ার জন্যই এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। তিনি প্রতিষ্ঠা কালেই এককালীন ৩০১ শতাংশ জমি এবং সম্পূর্ণ নিজ খরচে ১৫০ ফুট দীর্ঘ একটি টিনশেড ঘর নির্মান করে দেন। তাছাড়া প্রতিষ্ঠাকালে তিনি শিক্ষককর্মচারীদের বেতন নিজ তহবিল থেকে সরবরাহ করতেন। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটি শিবালয় উপজেলার সর্বোচ্চ শিক্ষার্থী সম্বলিত উচ্চ বিদ্যালয়। নিম্নে অত্র বিদ্যালয়ের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো-

১। ২০২৩ সালরে শিক্ষার্থী সংখ্যা = ১২১৪ জন

২। শিক্ষক কর্মচারী সংখ্যা = ২৮ জন।

৩। ২০২২ সালের এস.এস.সি পরীক্ষার পাশের হার = ৮৪% (ভোকসহ)।

৪। ২০২২ সালে এস.এস.সি পরীক্ষার্থী = ২৪৫ জন (ভোকসহ)।

৫। ভৌত অবকাঠামো = চার তলা ভবন, তিন তলা ভবন, দ্বিতল ভবন ও একতলা ভবন          একটি করে।

৬। ম্যানেজিং কমিটি নিয়মিত এবং সদস্য সংখ্যা = ১১ জন।

৭। বিদ্যালয়টিতে কারিগরি শাখায় পাঁচটি ট্রেডে মোট ৩২৮ জন শিক্ষার্থী আছে।

৮। গ্রন্থাগারের বইয়ের সংখ্যা = ২৫০০ টি প্রায় এবং ২ জন গ্রন্থাগারীক আছে।

৯। ল্যাব সংখ্যা = ৭ টি  (শেখ রাসেল ল্যাব, ফুড প্রসেসিং ল্যাব, রেফ্রিজারেশন ল্যাব, কম্পিউটার ল্যাব, বিজ্ঞান ল্যাব, ড্রেস ল্যাব এবং অডিও-ভিডিও ল্যাব)

১০। সহপাঠ ক্রমিক কার্যাবলী = বির্তক প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, ক্ষুদে ডাক্তার, বয়স্কাউট, গার্লস গাইড, স্টুডেন্ট কেবিনেট ইত্যাদি।

১১। জাতীয় দিবস পালন = সারা বছর যথাযথ মর্যাদায় জাতীয় দিবস সমুহ পালন করা হয়।

১২। এ্যাসাইনমেন্ট ও অনলাইন ক্লাশ = সারা বছর যথারীতি এ্যাসাইনমেন্ট ও অনলাইন ক্লাশ করা হয়।

১৩। মাল্টিমিডিয়া = সারা বছর মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাশ নেওয়া হয় এবং ড্যাশ বোর্ডে তথ্য দেওয়া হয়। 

সর্বোপরি বিদ্যালয়টি ইছামতি নদীর তীরে প্রাকৃতিক সৌন্দর্যের একটি মনোরম পরিবেশে অবস্থিত এবং যাতায়াত ব্যবস্থা খুবই ভালো।
**********



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

post

post ads 2

যোগাযোগ ফর্ম