Degree - তুলনা - Positive থেকে Superlative - Positive থেকে Comparative

Degree - তুলনা

grammar degree in english

Degree তিন প্রকারঃ

1. Positive degree যখন কোন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা বোঝায় না, তখন তাকে Positive degree বলে।

যেমনঃ Ali is tall.

 

2. Comparative degree: যখন কোন ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা বোঝায়, তখন তাকে Comparative degree বলে।

যেমনঃ Rahim is taller than Karim.

 

3. Superlative degree: যখন কোন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয়, তখন তাকে Superlative degree বলে।

যেমনঃ Rahim is the tallest boy in the class.

Positive থেকে Superlative

1. No Other যুক্ত Positive degree কে Superlative করার গঠণ নিম্ন রূপঃ

গঠনঃ প্রথমে বাক্যের শেষের Subject বসে + Verb + The + Positive form এর Superlative form বসে + No other পর থেকে Verb এর পূর্ব পর্যন্ত বসে।

উদাহরণঃ No other man in the world is as great as Delowar.

=> Delowar is the greatest man in the world.

 

2. Very Few যুক্ত Positive degree কে Superlative করার গঠণ নিম্ন রূপঃ

গঠনঃ প্রথমে বাক্যের শেষের Subject বসে + Verb + One of the + Positive form এর Superlative form বসে + Very few এর পর থেকে Verb এর পূর্ব পর্যন্ত বসে।

উদাহরণঃ Very few boys in the village are as tall as Delowar.

=> Delowar is one of the tallest boys in the village.

Positive থেকে Comparative

3. No Other যুক্ত Positive degree কে Comparative করার গঠণ নিম্ন রূপঃ

গঠনঃ প্রথমে বাক্যের শেষের Subject বসে + Verb + Positive form এর Comparative form বসে + Than any other + No other পর থেকে Verb এর পূর্ব পর্যন্ত বসে।

উদাহরণঃ No other boy in the school is as good as Rahim.

=> Rahim is better than any other boy in the school.

 

4. Very few যুক্ত Positive degree কে Comparative করার গঠণ নিম্ন রূপঃ

গঠনঃ প্রথমে বাক্যের শেষের Subject বসে + Verb + Positive form এর Comparative form বসে + Than most other + Very few পর থেকে Verb এর পূর্ব পর্যন্ত বসে।

উদাহরণঃ Very few boys in the school are as great as Rahim.

=> Rahim is greater than most other boys in the school.

Comparative থেকে Superlative

5. Than any other যুক্ত comparative degree কে Superlative করার গঠণ নিম্ন রূপঃ

গঠনঃ প্রথমে বাক্যের Subject বসে + Verb + The + Comparative এর Superlative form বসে + Than any other পর থেকে সম্পূর্ণ বসে।

উদাহরণঃ Rahim is better than any other boy in the school.

=> Rahim is the best boy in the school.

 

 

 

6. Than most other যুক্ত comparative degree কে Superlative করার গঠণ নিম্ন রূপঃ

গঠনঃ প্রথমে বাক্যের Subject বসে + Verb + One of the + Comparative এর Superlative form বসে + Than most other পর থেকে সম্পূর্ণ বসে।

উদাহরণঃ Rahim is kinder than most other boys in the school.

=> Rahim is one of the kindest boys in the school.

Comparative থেকে Positive

7. Than any other যুক্ত comparative degree কে Positive করার গঠণ নিম্ন রূপঃ

গঠনঃ প্রথমে No other বসে + other পর থেকে সম্পূর্ণ বসে + Verb + as + Comparative এর Positive form বসে + বাক্যের Subject বসে।

উদাহরণঃ Rahim is taller than any other boy in the school.

=> No other boy in the school is as tall as Rahim.

 

8. Than most other যুক্ত comparative degree কে Positive করার গঠণ নিম্ন রূপঃ

গঠনঃ প্রথমে Very few বসে + other পর থেকে সম্পূর্ণ বসে + Verb + as + Comparative এর Positive form বসে + বাক্যের Subject বসে।

উদাহরণঃ Rahim is greater than most other boys in the school.

=> Very few boys in the school are as tall as Rahim.

Superlative থেকে Comparative

9. শুধু The যুক্ত Superlative degree কে Comparative করার গঠণ নিম্ন রূপঃ

গঠনঃ প্রথমে বাক্যের Subject বসে + Verb + Superlative form এর Comparative বসে + Than any other + Superlative এর পর থেকে সম্পূর্ণ বসে।

উদাহরণঃ Rahim is the greatest boy in the school.

=> Rahim is  better than any other boy in the school.

10. One of the যুক্ত Superlative degree কে Comparative করার গঠণ নিম্ন রূপঃ

গঠনঃ প্রথমে বাক্যের Subject বসে + Verb + Superlative form এর Comparative বসে + Than most other + Superlative এর পর থেকে সম্পূর্ণ বসে।

উদাহরণঃ Nazrul was the greatest poets in the world.

=> Nazrul was greater than most other poets in the world.

Superlative থেকে Positative

11. শুধু the যুক্ত Superlative degree কে Positative করার গঠণ নিম্ন রূপঃ

গঠনঃ প্রথমে No other বসে + Superlative এর পর থেকে সম্পূর্ণ বসে + Verb + as + Superlative এর Positive form বসে + বাক্যের Subject বসে।

উদাহরণঃ Rakib is the best player in the school.

=> No other player in the school is as good as Rakib.

Superlative থেকে Positative

12. One of the যুক্ত Superlative degree কে Positative করার গঠণ নিম্ন রূপঃ

গঠনঃ প্রথমে বাক্যের Very few বসে + Superlative এর পর থেকে সম্পূর্ণ বসে + Verb + as + Superlative এর Positive form বসে + বাক্যের Subject বসে।

উদাহরণঃ Rakib one of the best players in the village.

 => Very few players in the village are as good as Rakib.

 

13. শুধু Than যুক্ত Comparative sentence কে Positive করার নিয়মঃ

গঠনঃ প্রথমে বাক্যের শেষের Subject বসে + Verb + as + Comparative এর Positive + as + বাক্যের প্রথম Subject (Sentence টি Affirmative হলে Verb এর পরে Not বসে আর Negative হলে Not উঠে যায়।) 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

post

post ads 2

যোগাযোগ ফর্ম