জাতীয় সংগীত । শিক্ষা প্রতিষ্ঠানের শপথ । মাদকবিরোধী শপথ । Jatio Songit

 

জাতীয় শপথ

জাতীয় সংগীত

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি \

ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,

মরি হায়, হায় রে-------

ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে আমি কী দেখেছি মধুর হাসি \

কী শোভা, কী ছায়া গো, কী স্নেহ, কী মায়া গো-----

কী আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর ক‚লে ক‚লে,

মা, তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,

মরি হায়, হায় রে-----

মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি \

সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।

বিদ্যালয়ের শপথ বাক্য

জাতির পিতা * বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের * নেতৃত্বে পাকিস্তানি শাসকদের * শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে * এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে * বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে *  বিশ্বের বুকে * বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে * তার স্বতন্ত্র জাতিসত্তা * আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে * শহীদদের রক্ত * বৃথা যেতে দেব না * দেশকে ভালোবাসবো * দেশের মানুষের * সার্বিক কল্যাণে * সর্বশক্তি নিয়োগ করব * জাতির পিতা * বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে * উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক * চেতনার সোনার বাংলা * গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা * আমাকে শক্তি দিন।

মাদকবিরোধী শপথ

আমি শপথ করছি যে * জীবনের লক্ষ্য স্থির রেখে * সফল মানুষ হিসেবে * নিজেকে গড়ে তুলতে * এবং শারীরিক ও মানসিক * সুস্থ্যতা ধরে রাখতে * কৌতুহল বশতঃও * আমি মাদক গ্রহণ করবো না *  কোন অজুহাতে * মাদকের শরণাপন্ন হবো না * মাদকের ধ্বংসাত্মক মায়াজালে * নিজেকে জড়াবো না * অন্যকে জড়াতে * সহায়তা করবো না * মাদকের বিরুদ্ধে * সামাজিক আন্দোলন গড়ে তুলবো * মাদক ব্যবসায়ীর সংবাদ * আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে দেবো * দেশকে ভালবাসবো * বাংলাদেশকে মাদকমুক্ত করতে * সব সময় সচেষ্ট থাকবো।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

post

post ads 2

যোগাযোগ ফর্ম